
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় ৫ নম্বর ফেরিঘাটের বিপরীত (পশ্চিম) পাশে নদীর জেগে ওঠা চরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি অজ্ঞাত একজন যুবকের। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]