
ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় সাতটি ব্র্যান্ডের ৩০০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে এসব মদের উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি।
এর আগে গত শনিবার (১০ মে) ভোর পাঁচটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান এলাকায় এ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় আটটি ব্য্যাÐের ১ হাজার ৩৮৬ বোতল মদ জব্দ করে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকার হুরমুজ মিয়ার বাড়ির পাশ থেকে প্রায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ৩০০ বোতল মদ জব্দ করে থানা পুলিশ। এ সময় তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]