কুষ্টিয়ায়
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপান
প্রকাশ : ১৭ মে ২০২৫, ২৩:১৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপান
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় পরকীয়া সন্দেহে রত্না খাতুন নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।


১৭ মে, শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামে হত্যার এ ঘটনা ঘটেছে। এদিকে স্ত্রীকে হত্যার পর মাহবুব আলম টুটুল (৩২) নামে ওই ব্যক্তি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত রতœা খাতুন(২৫) একই গ্রামের আমোদ মল্লিকের মেয়ে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রত্না খাতুনের সঙ্গে একই ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামের ওমর আলীর ছেলে মাহবুব আলম টুটুলের প্রায় ৯ বছর আগে বিয়ে হয়। তাদের সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ভ্রাম্যমাণ মশারি বিক্রেতা ছিলেন টুটুল। এতে সংসারে অভাব অনটন লেগেই থাকতো। এক বছর আগে প্রথম স্বামীর সংসার ছেড়ে রতœা খাতুন অন্যত্র বিয়ে করেন। সেখানে মাস খানেক সংসার করার পর দ্বিতীয় স্বামীর সাথেও তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর এক সপ্তাহ আগে তিনি প্রথম স্বামী টুটুলের কাছে ফিরে আসেন।


গত রবিবার রত্না প্রথম স্বামীর সাথে আবারো বিয়ে করেন। বিয়ের পর শশুড় বাড়িতেই ছিলেন টুটুল। কিন্তু দ্বিতীয় স্বামীর সাথে এখনো রতœার সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন। এ নিয়ে প্রায় সময়ই তাদের মধ্যে ঝগঁড়া, বিবাদ লেগে থাকতো। আজ দুপুরেও দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এসময় ক্ষিপ্ত হয়ে স্বামী টুটুল ধারালো ছুরি দিয়ে বুকে ও পেটে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে স্ত্রী রতœাকে। এরপর সে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।


হত্যাকাণ্ডের বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com