
দিনাজপুরের খানসামা উপজেলায় এক রাতেই ৩ টি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। এতে তালা ভেঙে মসজিদের সোলার ও মাইকের ব্যাটারি এবং দানবক্সসহ মালামাল চুরি হয়েছে।
২০ অক্টোবর, রবিবার দিবাগত রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ী গ্রামের হাসিল শাহ্ পাড়া জামে মসজিদের দানবাক্স ও ব্যাটারি, মজিদ মেম্বার পাড়া জামে মসজিদ ও ক্যাম্পেরহাট জামে মসজিদের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। সেই সাথে বিভিন্ন এলাকায় রাস্তার পার্শ্বের সোলার প্যানেল ও ব্যাটারি চুরির কথা জানা যায়।
চুরির বিষয়গুলো নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম বগি বলেন, হঠাৎ এমন চুরির ঘটনায় এলাকাবাসী হতবাক। এমন ঘটনা প্রতিরোধে সকলে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। সেইসাথে চোরদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, চুরি প্রতিরোধে থানা পুলিশ নিয়মিত টহল জোরদার করেছে। মসজিদে চুরির বিষয়টি আপনার মাধ্যমে জানলাম এই বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/জামান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]