
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সব শেষরাতে দখলদার বাহিনীর হামলায় কমপক্ষে ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৩৬ জন আল-মাওয়াসির তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
শনিবার (১৭ মে) বার্তা সংস্থা আল-জাজিরা আরবির বরাতে জানা গেছে, শেষরাতে গাজা উপত্যকার উত্তরের জবালিয়া আল-বালাদ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
মধ্য গাজার আজ-জাওয়ায়দা শহরে আরেকটি ইসরায়েলি হামলায় নয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলেও জানা গেছে।
মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় মারা গেছেন আরও দুইজন, যাদের মধ্যে একজন শিশু। এছাড়া, উত্তর গাজার তাল আল-জাতার এলাকাতেও একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তবে সেখানে হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।
মেডিকেল সূত্র জানায়, মধ্যরাত থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমাবর্ষণে গাজার উত্তর, মধ্য ও দক্ষিণ অংশে নিহতের সংখ্যা ৫৯ জনে দাঁড়িয়েছে।
উত্তর জাবালিয়ায় একাধিক ইসরায়েলি হামলায় আরও অনেক নিহত ও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]