
ঝিনাইদহে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন বিশাল গণজমায়েতের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে শহরের উজির আলী স্কুল মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী সম্মেলনে জড়ো হতে থাকেন। সম্মেলনকে ঘিরে নাশকতা ও শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতা কর্মী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অবস্থান নেয়।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হুসাইনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]