কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারের নিচে পদ্মা নদী তার মরদেহ ভাসছিল।
১২ অক্টোবর, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর গ্রামের নিচে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে নৌ-পুলিশ বৈরাগীরচর বাজারের নিচে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি পরা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
এসময় দৌলতপুর থানার এসআই জামালসহ সঙ্গীয় পুলিশ উপস্থিত ছিলেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিবার্তা/শরীফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]