
এবারের শারদীয় দুর্গাৎসবে ঢাকা জেলার কোন মন্দিরে হুমকি বা আইন শৃঙ্খলা ব্যাহত হওয়ার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মঈদ।
৭ অক্টোবর, সোমবার দুপুরে ঢাকার ধামরাইয়ের হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী যশোমাধব মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি ও হিন্দুধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মঈদ এসময় এসময় আরও বলেন, এবারের পূজা উদযাপনটা একটু ভিন্নধর্মী। রাষ্ট্রের একটা দীর্ঘ দিনের পরিবর্তন হয়েছে। এই সময়টা অনেকেই অনেকভাবে দেখছেন। কোন সমস্যা নেই নির্বিঘ্নে হিন্দুরা পূজা পালন করতে পারবে।
এসময় তিনি আরও বলেন, থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। সারা দেশে একটা দুষ্ট চক্র নিরীহ মানুষকেও মামলায় ফাঁসাচ্ছে। এখন থেকে মামলা যাচাইবাছেই করে নেওয়া হবে। মামলা হওয়ার আগে ইনকোয়ারি করা হবে। পুলিশ এখন জনগণের বন্ধু হতে চায়। পুলিশ ছাড়া জনগণ চলতে পারে না ।
এসময় সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির, ধামরাই থানার ওসি মনিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]