দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারসহ আট দফা দাবিতে মোংলায় প্রতিবাদ ও গণসমাবেশ পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা৷
৪ অক্টোবর, শুক্রবার বিকাল ৫ টায় মোংলার দিগরাজ বাজার বেগ সুপার মার্কেটের সামনে সনাতনী সংহতির আয়োজনে এই প্রতিবাদ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
উত্তরবঙ্গসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা, লুটপাট অগ্নিসংযোগ ও ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নির্যাতন এবং নিপীড়নের দাবিতে প্রতিবাদ কর্মসূচি ও ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই প্রতিবাদ ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সনাতন সম্প্রদায়ের আট দফা দাবির মধ্যে রয়েছে, সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা, সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, দুর্গাপূজায় ছুটি পাঁচ দিন করা৷
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সনাতনী সংহতি'-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়৷এসময়ে প্রতিবাদ ও গণ সমাবেশে ধর্মাবলম্নীদের শত শত লোকজন উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]