১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কোটচাঁদপুরে শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ২১:২০
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কোটচাঁদপুরে শিক্ষকদের মানববন্ধন
কোটচাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে ৩ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।


১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের পক্ষে এতে বক্তব্যে রাখেন, রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান সজল, নওদাগ্রাম কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান কচি, মানিকদিহি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খোন্দকার হাসানুজ্জামান, বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তার টোকন, গুড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ, বলরামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান, বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক শাহীন, তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তবিবুর রহমান, সলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুসলিমা খাতুন, মরুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমেনা খাতুন প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে আটকে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দ্রুত বাস্তবায়নসহ সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি দিতে হবে। এছাড়া ৮ম পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, প্রতি তিন বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা, মাসিক সমন্বয় সভায় সহকারী শিক্ষক প্রতিনিধির উপস্থিত নিশ্চিতসহ মোট ১৪টি দাবি তুলে ধরেন তারা।


মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে'র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রায়হান/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com