দৌলতপুর কলেজে ১৫ দিনে তিনবার গভর্নিং বডি পরিবর্তন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ২০:৪৮
দৌলতপুর কলেজে ১৫ দিনে তিনবার গভর্নিং বডি পরিবর্তন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর কলেজে গত ১৫ দিনে ৩ বার গভর্নিং বডি পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ আজ ৩ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে পূর্বের ম্যানেজিং কমিটি পরিবর্তন করে দৌলতপুর কলেজে এডহক কমিটি গঠনের চিঠি দেওয়া হয়েছে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গভর্নিং বডি (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অত্র কলেজের অর্থাৎ দৌলতপুর কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি মো. আজিজুল হকের মনোনয়ন পরিবর্তন পূর্বক তদস্থলে সভাপতি হিসেবে মোহা. আলতাফ হোসেন এবং বিদ্যোৎসাহী মো. ফজলুর রহমানের মনোনয়ন পরিবর্তন পূর্বক তদস্থলে বিদ্যোৎসাহী সদস্য মোহা. আলাউদ্দিনকে মনোনয়ন দেয়া হলো। অত্র এডহক কমিটির মেয়াদকাল আগামী ১৬ মার্চ ২০২৫ পর্যন্ত। এসময়ের মধ্যে নিয়মিত গভর্নিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।


উল্লেখ্য, এর আগে এডহক কমিটির সভাপতি মো. আমানুল হককে একইভাবে পরিবর্তন করে সভাপতি করা হয় তারই ছোট ভাই মো. আজিজুল হককে এবং বিদ্যোৎসাহী করা হয় মো. ফজলুর রহমানকে। গত ১৫ দিনে ৩ বার দৌলতপুর কলেজের ম্যানেজিং কমিটি গঠন ও পরিবর্তন নিয়ে শিক্ষক ও অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


বিবার্তা/শরীফুল/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com