
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তাকে মারধর করায় প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে চিকিৎসক ও কর্মচারীরা।
৩ অক্টোবর, বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য বহির বিভাগ বন্ধ করে কর্মবিরতি শুরু করেন।
এর আগে, বুধবার দুপুর বারটার দিকে তিন যুবক স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা চন্দন দাসকে রুমের বাইরে ডেকে এলোপাতাড়ি মারপিট করে তাকে আহত করে। ওই দিন বিকেলে এসএসসিএমও চন্দন দাস সেনা ক্যাম্প ও থানায় তিন জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আহাদ নাজমুল হাসান বলেন, গত বুধবার দুপুর বারোটার দিকে সানকিভাঙ্গা এলাকার মো. শাহ আলম শেখ এর ছেলে শিমুল শেখ, ওরিয়ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি শাহিন তালুকদার ও একমি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রাজিব জরুরি বিভাগের দরজায় এসে চন্দন দাসকে কথা আছে বলে রুমের বাইরে ডেকে নেয়। চন্দন দাস রুম থেকে বের হওয়া মাত্রই তাকে কিল ঘুষি মারা শুরু করে। এ সময় চন্দন দাসের কাছ থেকে মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে যায়।
এ বিষয়ে জানতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চন্দন দাসের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ শামসুদ্দিস বলেছেন, অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করেছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা বলেন, বুধবার দুপুরে মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মর্শী রায় তাকে বিষয়টি অবহিত করেছেন।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]