
সারাদেশের ন্যায় দশম গ্রেডের দাবিতে মাগুরার শালিখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন।
৩ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে একটি র্যালি বের করে উপজেলা গেটসংলগ্ন যশোর-মাগুরা সড়কের আড়পাড়া রাস্তায় মানববন্ধন করেন৷
এসময় বক্তব্য রাখেন শিক্ষক অরুন চক্রবর্তী,মাহমুদা খাতুন, মফিজুর রহমান শিকদার, সেলায়মান হোসেন,জাহিদুল ইসলাম, আনোয়ারুল কবীর কাজল, গিয়াস উদ্দীন,রুপ কুমার মন্ডল,তানিয়া শারমিন,হাসানুর রহমান,সবুজ আলী সহ আরো অনেকে।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে যেমন মা-বাবারা কোলে নিয়ে যত্ন করে বড় করে তোলেন, সেই কোলের শিশুদের আদর-যত্ন করে লেখাপড়া করাতে হয়। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। তাই প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আমরা শিক্ষক হিসেবে লজ্জিত। সকল ক্ষেত্রে দশম গ্রেড চালু আছে, তাহলে আমাদের কেন হবে না? এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুশৃঙ্খলভাবে আন্দোলন অব্যাহত থাকবে।
বিবার্তা/মনিরুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]