
নড়াইলের কালিয়া উপজেলায় দু’পক্ষে সংঘর্ষে প্রস্তুতির সময় সেনাবাহিনীর অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় বেশকিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
বুধবার (২ অক্টোবর) রাতে কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রাম থেকে তাদের অস্ত্রসহ আটক করে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নড়াইল সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আটককৃতরা হলেন, কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মো. সুমন শেখ (২২), মো. নাহিদ শেখ (১৯) ও ওয়ালিদ শেখ (২৭) এবং জাকারিয়া শেখ (৩৫)
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বুধবার রাতে কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষ প্রস্ততির খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে ৪জন কে আটক করা হয়। এ সময় বাড়ি-ঘরে তল্লাশি চালিয়ে ১০টি রামদা, আটটি বল্লম, ছুরি, চাইনিজ কুড়াল ও একটি আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
আটককৃত ৪ জনকে কালিয়া থানায় হন্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দীন বলেন, সেনাবাহিনী চারজনকে আটক করে থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন ।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]