
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও তার স্ত্রী রুপা ঘোষের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, স্বজনপ্রীতি, ঘুষ ও নিয়োগবাণিজ্যসহ নানাবিধ অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (২ অক্টোবর) সকালে তালা প্রেসক্লাবে উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, তালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব বিস্তার করে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। গত ১৬ বছরে বিভিন্ন প্রকল্প দেখিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগ দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা আদায়, এমসিকিউ পদ্ধতির মাধ্যমে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা, ড্রেন নির্মাণ করে ও একই প্রকল্প বারবার দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন।
তিনি বলেন, তার স্ত্রী রুপা ঘোষ জে এন এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই বিদ্যালয়ে নিয়োগ দিয়ে তিনি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এসকল অবৈধ টাকা ভারতে পাচারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পরেন রুপা ঘোষ। ওইসময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে যাত্রায় মুক্তি পান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধারাবাহিক ভাবে তার সকল অপকর্মের তথ্য নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।
এ বিষয়ে জানতে চাইলে ঘোষ সনৎ কুমার বলেন, দীর্ঘ ৪ বার প্রত্যক্ষ ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি কোনো প্রকল্পের টাকা আত্মসাতের সহিত জড়ায়নি। আমার জনপ্রিয়তায় প্রতিহিংসাপরায়ণ হয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
বিবার্তা/সেলিম/রোমেল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]