দৌলতপুরে চরাঞ্চলে
'সন্ত্রাস দমনে ভূমিকা পালন করায় নির্মমভাবে খুন হয়েছে সেন্টু চেয়ারম্যান'
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৯:৩৬
'সন্ত্রাস দমনে ভূমিকা পালন করায় নির্মমভাবে খুন হয়েছে সেন্টু চেয়ারম্যান'
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধানসহ সন্ত্রাসীদের দমন ও সন্ত্রাস নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করার কারণেই ইউপি চেয়ারম্যান নঈম উদ্দন সেন্টুকে গুলি করে হত্যা করা হয়েছে, এমন দাবি তার পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের।


৫ আগস্টের পর প্রশাসনের নিস্ক্রিয় ভূমিকার কারণে সন্ত্রাসীরা সংগঠিত হয়ে মাথা চাড়া দিয়ে ওঠে। এরই জের ধরে পরিকল্পিতভাবে চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি। এ হত্যাকাণ্ডের মূল হোতা তরিকুল ইসলাম টুকু বলে স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে এবং তাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।


৩০ সেপ্টেম্বর, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রকাশ্য দিবালোকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নঈম উদ্দিন সেন্টু (৬৫)।


চেয়ারম্যান হত্যার মূল পরিকল্পনাকারী তরিকুল ইসলাম টুকর বাড়ি ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ঠিক পেছনে। টুকু ফিলিপনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি নিজের পরিচয় দিতেন বলে স্থানীয়রা জানান। তবে এ বিষয়ে স্থানীয় বিএনপি’র কোন নেতা কথা বলতে রাজি হননি।


১ অক্টোবর, মঙ্গলবার রাতে নিহত সেন্টুর ছেলে আহসান হাবিব বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন যার নং-১। দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করলেও আসামির সংখ্যা ও তাদের পরিচয় মামলার তদন্তের স্বার্থে পরে জানানো হবে বলে জানান।


হত্যার ঘটনায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আব্দুল খালেক বলেন, পুলিশ ইতিমধ্যে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যায় সরাসরি জড়িতদের চিহ্নিত করেছে। এছাড়াও ঘটনার পরিকল্পনাকারীরাও চিহ্নিত হয়েছে। খুব শিঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।


তবে আইন শৃঙ্খলা বাহিনী এখনই কার্যকর ব্যবস্থা না নিলে চরাঞ্চলের মানুষ আবারও সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়বে এমনটি মনে করছেন ফিলিপনগরবাসী।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com