কুষ্টিয়ায়
কলেজ ছাত্রকে হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৪:৫৬
কলেজ ছাত্রকে হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় রশি দিয়ে হাত-পা বেঁধে ও মুখে গামছা দিয়ে বেধড়ক মারপিট করে চারতলার ছাদ থেকে ফেলে রুবেল (২২) নামে এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ করা হয়েছে।


১ অক্টোবর, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের স্যার ইকবাল রোডের বনফুড বেকারীর সামনে লাল মিয়ার চারতলা বাসার ছাদ থেকে কে বা কারা রুবেলকে ফেলে দেয়। পথচারীরা সড়কে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হলে পথেমধ্যে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।


নিহত রুবেল কুমারখালী উপজেলার মির্জাপুর এলাকার শহিদুল মন্ডলের ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী এবং সে ওই বাসার তিনতলার ম্যাসে থাকত।


ম্যাসের পরিচালক আনিসুর রহমান জানান, বিকেল থেকে রুবেলকে চিন্তিত থাকতে দেখা গেছে। সন্ধ্যার পর আমরা এক সাথে মেস খরচের হিসাবে বসেছিলাম। রাত সাড়ে ১০টার দিকে কক্ষ থেকে চিৎকার শুনে নিচে নেমে দেখি মুমুর্ষু অবস্থায় রুবেল রাস্তায় পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক চৌধুরী রুবেল হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ওই ম্যাসের কোন দ্বন্দের কারণে রুবেলকে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিঞ্জাসাবাদের জন্য রুবেলের রুমমেট হৃদয় ও রাইসুলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত রুবেলের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com