ঝিনাইদহে ভারত থেকে আসা বিপুল পরিমাণ প্রসাধনী, শিশু খাদ্য, শাড়ি ও কম্বল জব্দ করেছে যৌথ বাহিনী ।
০১ অক্টোবর, মঙ্গলবার দুপুর ১টায় ১৯ বেঙ্গল ঝিনাইদহ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রাদ প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাগুরা ভায়না মোড় থেকে কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের কাভার্ড ভ্যান থেকে এসব মালামাল জব্দ করা হয়।
ক্যাপ্টেন রাদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চকলেট, শাড়ি, কম্বল, প্রসাধনী যশোর হয়ে মাগুরা পার হয়ে ঢাকা যাচ্ছে । এরপর তারা মাগুরার ভায়না মোড়ে বিভিন্ন সন্দেহভাজন পরিবহনে তল্লাশি পরিচালনা কালে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করে ।
এ সময় মালামালের বিপরীতে কাগজ দেখতে চাইলে তারা নিয়ম মাফিক কাগজ দেখাতে না পারায় এগুলো জব্দ করা হয় । পরে ঝিনাইদহ ১৯ বেঙ্গল ক্যাম্পে গাড়িসহ মালামাল নিয়ে আসে ।
তিনি আরও জানান, এ সকল সামগ্রীর দাম আনুমানিক ৩০ লক্ষ টাকা । এ ব্যাপারে মাগুরা থানায় মামলা করা হবে বলে নিশ্চিত করেন ।
বিবার্তা/রায়হান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]