
‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে মাগুরার শালিখা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
৩০ সেপ্টেম্বর, সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ ৷
অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা নাসিমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম, সমবায় অফিসার মো. নূরোল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মেসবা উদ্দীন, তথ্যসেবা কর্মকর্তা বিথী মন্ডল, শালিখা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক হিমাংশুদেব বর্মন, প্রশিক্ষক মাধুরী বিশ্বাস প্রমুখ।
বিবার্তা/মনিরুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]