
কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীদের গুলিতে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু (৬২) নিহত হয়েছেন।
৩০ সেপ্টেম্বর, সোমবার দুপুর ১২টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মরত অবস্থায় সন্ত্রাসীরা জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে সন্ত্রাসীদের গুলিতে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় বাড়ি-ঘর ভাঙচুর ও সশস্ত্র তাণ্ডবলীলা চালায়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানিয়েছেন।
হত্যাকাণ্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ফিলিপনগর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। নিহত চেয়ারম্যানের লাশ ঘটনাস্থলেই পড়ে রয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তিনি নিশ্চিত হতে পারেননি।
বিবার্তা/শরীফুল/তুহিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]