
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ জামাই রাজা মিয়া ও শাশুড়ি চায়না খাতুনকে আটক করেছে যৌথবাহিনী।
২৮ সেপ্টেম্বর, শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
স্থানীয়রা জানান, শাশুড়ি চায়না খাতুনকে নিয়ে মাদকের রমরমা ব্যাবসা গড়ে তুলেন রাজা মিয়া। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দর্শনাতে ফেনসিডিলসহ নানা ধরনের মাদকসামগ্রী বিক্রি করে আসছিলেন জামায়-শাশুড়ি।
প্রশাসনের নাকের ডগায় বসে তারা মাদক ব্যবসা চালালেও অজানা কারণে তাদেরকে আইনের আওতায় আসতে হতো না কখনোই। অবশেষে যৌথবাহিনী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আটক করে কুখ্যাত এই মাদক ব্যবসায়ী জামায়-শাশুড়িকে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনা সদস্যরা দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন মোহাম্মদপুর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে শাশুড়ি চায়না খাতুন ও মেয়ের জামাই রাজা মিয়াকে আটক করে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান জানান, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/আসিম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]