
দুই চালানে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৯৯ মেট্রিক টন ৬৬০ কেজি ইলিশ পাঠানো হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হচ্ছে ১০ মার্কিন ডলারে। প্রথম চালানে গত বৃহস্পতিবার ২০ ট্রাকে করে ৫৪ টন ৪৬০ কেজি ইলিশ রফতানি করা হয়েছিল। দ্বিতীয় চালানে আরও ৪৫ টন ২০০ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মান যাচাই শেষে ছাড়পত্র দেয় বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে ৫৪ মেট্রিক টন ৪৬০ কেজি এবং শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ১৫টি ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি ইলিশ রফতানি হয়েছে। এ নিয়ে দুই চালানে ভারতে ইলিশ গেল ৯৯ মেট্রিক টন ৬৬০ কেজি।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন বন্দর দিয়ে মোট দুই হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন রয়েছে। তবে রফতানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রফতানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এ বছর ইলিশ রফতানির অনুমতি পেয়েছে ৪৯টি প্রতিষ্ঠান।
বিবার্তা/এনএইচ/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]