নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৪
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের সদর উপজেলার গোবরা গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে সিংগা শোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও নিউটন গাজীর মধ্যে বিরোধ চলে আসছিল।


এ ঘটনার জের ধরে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে মাইকিং করে সদরের গোবরা বাজার এলাকায় উজ্জ্বল চেয়ারম্যান গ্রুপ ও নিউটন গাজী গ্রুপের মাঝে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্য দল অভিযান চালিয়ে সংঘর্ষ চলাকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫জন অভিযুক্ত কে গ্রেফতার করে ।


গ্রেফতারকৃতরা হলেন- গোবরা গ্রামের ইকবাল শেখ (৫০), ইয়াসিন সরদার (২০), মিনহাজ মোল্যা (১৮), আকাশ শেখ (১৯) ও মাছুম শেখ (১৮)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল সদরের সিংগা শোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও নিউটন গাজীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জের ধরে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গোবরা বাজার এলাকায় দু’গ্রুপ সমর্থিত লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। তাৎক্ষণিক সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে লিপ্ত দুই দলকে ছত্রভঙ্গ করে।


এ সময় সেনাবাহিনীর সদস্যরা সোলায়মান শেখ ও মোহাম্মদ তুহিন নামের আহত দু’জনকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযান চলাকালে গোবরা গ্রাম থেকে বিপুল সংখ্যক দেশীয়, রামদা, ছুরি, সড়কি, বল্লম, লোহার রডসহ ৫ জন অভিযুক্ত কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে জব্দ করা দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের নড়াইল সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।


নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও নিউটন গাজীর বিরুদ্ধে নড়াইল সদর থানায় বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।


বিবার্তা/শরিফুল/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com