নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২০
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে বিদ্যুতায়িত হয়ে গৌরব বিশ্বাস (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত গৌরব বিশ্বাস গোয়ালডাঙ্গা গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। সে গোবরা মিত্র মহাবিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।


পুলিশ ও স্বজনরা জানায়,শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে গৌরব বিশ্বাস মিটাররের সঙ্গে সরবরাহ লাইনের সংযোগ চেক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এসময় বিদ্যুতের ঝটকায় ছিটকে গিয়ে ঘর সংলগ্ন টিউবয়লের ওপর গিয়ে পড়ে। এতে সে মাথায় গুরুতর আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতলে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বলেন,সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় আইনি পক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com