
বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার সহকারি শিক্ষক এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে কর্মসূচি বাস্তবায়ন কমিটির শিক্ষক নেতা মশিউল ইসলাম, বদিউজ্জামান বাদল, মো. রফিকুল ইসলাম, উৎপল হালদার, শারমিন আক্তার, ফারজানা সুলতানা ও মরিয়ম আক্তার বক্তব্য দেন।
বক্তারা বলেন, সহকারি শিক্ষকদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
বিবার্তা/রাজু/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]