
কুষ্টিয়ার দৌলতপুরে ১৫৫ পিস ইয়াবা সহ মো. সোহাগ (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ এলাকা থেকে মাদকসহ তাকে আটক করে চিলমারী বিওপি’র টহল দল।
আটককৃত যুবক দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজাথাক এলাকার ওমর গপির ছেলে।
বুধবার রাতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে বুধবার দুপুর আড়াইটার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিওপি’র নায়েব সুবেদার শওকত আলীর নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্ত পিলার ৮৫/১৩-এস হতে ৩.৫ কি. মি. বাংলাদেশ অব্যন্তরে আলিমডোবা মাঠ নামক স্থানে অভিযান চালায়। এসময় ১৫৫ পিস ইয়াবা সহ সোহাগকে আটক করা হয়।
উদ্ধার করা ইয়াবার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে বিজিবি। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]