
ঝিনাইদহের কোটচাঁদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে পূজা মন্ডপে নিরাপত্তা,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উছেন মে'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মুন্না বিশ্বাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইনামুল হক, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শিহাব উদ্দীন।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ, আব্দুল মান্নান, আব্দুল জলিল বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ রায়, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ সভাপতি রুস্তম কবির, কেন্দ্রীয় কালিবাড়ি পূজা মণ্ডপের সভাপতি দিবস চন্দ্র সিংহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে এ বছর উপজেলায় ৪১ টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন হবে।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]