
রাজবাড়ীর পাংশা পৌর জামায়াতে ইসলামী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় পাংশা আব্দুল আজিজ সরদার বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা পৌরসভার ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. এনামুল হক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মো: সুলতান মাহামুদ, পৌর জামায়াতে ইসলামী আমীর কাজী ফরহাদ জামিল (রুপু), নায়েবে আমীর মো. মঞ্জুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহীদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, পাংশা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুর নাসির।সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ১৭ বছরে আহত নিহতের স্মরণে মোনাজাত করা হয়।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]