
ফেনীতে বিজিবি'র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় চিনি, শাড়ি-কাপড় এবং ঔষধ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথক অভিযান চালিয়ে ভারতীয় সীমান্তবর্তী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা থেকে এসব চোরাই পণ্যগুলো জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারত হতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বিজিবি'র স্থানীয় ব্যাটালিয়ন অধিনায়ক টহল দল নিয়ে বুধবার গভীর রাতে কৌশলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকদের সাথে নিয়ে সেখানকার খায়রুল নামে এক ব্যক্তির পরিত্যাক্ত ঘর তল্লাশী করে।
এসময় ৫ হাজার ৮শত ৯০ কেজি চিনি ও ১৮ বস্তা শাড়ি-কাপড় এবং বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ বস্তাসহ মোট ৪৬ বস্তা শাড়ি কাপড় উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।
এ ছাড়া একইদিন ভোরে জেলার পরশুরাম উপজেলার সুবারবাজার বিওপির নিয়মিত টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তুলাতুলী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৪ শত ২০ কৌটা ভিটামিন জাতীয় ঔষধ এবং ৫ শত ৩০ কৌটা মোটা হওয়ার ঔষধ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৭ হাজার ৩শত টাকা ।
এবং তারাকুচা বিওপির নিয়মিত টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলগাজী উপজেলার ফেনা পস্কুরুনী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২ বস্তা ভারতীয় শাড়ি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩২ হাজার টাকা।
পাশাপাশি গত বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মধুগ্রাম বিওপি চোরাচালান প্রতিরোধ টহল পরিচালনা করে সীমান্ত পিলার হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ছাগলনাইয়া থানাধীন সেক্রেটারি বাগান নামক স্থান হতে ৪ বস্তা ভারতীয় শাড়ি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ ২হাজার টাকা।
ফেনীস্থ-৪ বিজিবির আর্টিলারি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত সবগুলো চোরাই মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা করা হয়েছে।
বিবার্তা/মনির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]