
ঝিনাইদহের কোটচাঁদপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে বাল্যবিবাহের অপরাধে বর ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৫ সেপ্টেম্বর, বুধবার দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের কুল্যাগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কুল্যাগাছা গ্রামের বিপুল হোসেনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে (১৪) কে কালীগঞ্জ উপজেলার বড় ঘি ঘাটি গ্রামের শাহাদত হোসেনের ছেলে মো. আকাশ আলীর (২৪) এর সাথে বিবাহ হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।
সে সময় বাল্য বিবাহের অপরাধে বর ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে অপ্রাপ্তবয়স্ক মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে শ্বশুরবাড়ি পাঠাবে না, এবং শ্বশুর বাড়ির লোকজন তাকে নিবে না মর্মে মুচলেকা দেন বর ও কনের অভিভাবক।
এসময় উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া সুলতানাসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]