
বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাওলানা আল-আমীন (৩৮) নামে এক স্কুল শিক্ষক।
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের ছোলমবাড়িয়া বাসষ্টান্ড সংলগ্ন বালুর মাঠের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা আল-আমীন মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণিখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে এবং শ্রেণিখালী শেখ রাসেল মুজিব স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নিহত আল-আমীন শিক্ষক জাতীয়করণের দাবিতে মোরেলগঞ্জ উপজেলা চত্ত্বরে আয়োজিত শিক্ষকদের মানববন্ধন শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এসময় ইমা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে আল-আমীন ছিটকে রাস্তায় পড়ে যায়। চলন্ত বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত আল-আমীন খানের লাশ মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিবার্তা/রাজু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]