
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় সড়কের পাশে থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বারবাজার হাইওয়ে পুলিশ।
২৩ সেপ্টেম্বর, সোমবার সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর বারবাজার হাইওয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহত ওই ব্যক্তিকে চিনতে পারেননি স্থানীয়রা। তবে সে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
বারবাজার হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের যেকোন সময় গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/রায়হান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]