
নড়াইলের চিত্রা নদীর ভাঙ্গনের ফলে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামে প্রতিবন্ধীর বাড়িসহ নিঃস্ব হওয়ার পথে বেশ কয়েকটি পরিবার। গত তিন দিনের ভাঙ্গনে ফলে বিলীন হয়েছে ঘরবাড়ি ও গাছপালা। হুমকির মুখে রয়েছে নড়াইল-মাগুরা সড়ক ও কিছু পরিবারের বসত বাড়ি। নদী ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
শনিবার (২১সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত কয়েক দিনের প্রবল বর্ষন এবং চিত্রা নদীর তীব্র স্রোতের কারণে নদীতে ভাঙ্গন শুরু হয়েছে। ধোন্দা গ্রামের হারুন শেখ,কালাম শেখ, আহাদ মোল্যা,ফারুক শেখের বাড়িসহ বেশ কয়েকটি মেহেগনি বাগান, চিত্রা নদীর ভাঙ্গনে বিলিন হয়ে গেছে।
ভাঙ্গন কবলিত ধোন্দা গ্রামের ইমরান শেখ বলেন, আমরা অনেক দিন ধরে নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে সরকারের কাছে আবেদন করে আসছি। কিন্তু এখনো কোনো কাজই হলো না। জরুরি ভাবে কাজ শুরু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। যে কোন সময় আমাদের বাড়িঘর চিত্রা নদীতে বিলীন হয়ে যেতে পারে। এখন আমরা খুব আতংকের মধ্যে রয়েছি।
নড়াইলের শাহবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, চিত্রা নদীতে এর আগে কখনও এ ভাবে ভাঙ্গন দেখা যায়নি। তবে চিত্রা নদীতে যেভাবে ভাঙ্গন দেখা দিয়েছে তাতে আস্তে আস্তে ভয়ঙ্কর রুপ নিচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে ধোন্দা গ্রামের অস্তিত্ব সংকটে পড়বে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছি তারা আমাকে আশ্বস্ত করেছে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে বলেন, চিত্রা নদী ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের জন্য প্রকল্প প্রস্তুত করে অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই কাজ শুরু করা যাবে।
বিবার্তা/শরিফুল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]