কোটচাঁদপুর বিএনপি’র প্রস্তুতি সভা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২১:১১
কোটচাঁদপুর বিএনপি’র প্রস্তুতি সভা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ২৮ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা বিএনপি’র সমাবেশ সফল করা লক্ষ্যে কোটচাঁদপুরে বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শহরের সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২১ সেপ্টেম্বর, শনিবার এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এম মজিদ।


পৌর বিএনপি’র সভাপতি এস.কে.এম. সালাহউদ্দিন বুলবুল সিডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বাদশা, সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপ’র সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি নুরুজ্জামান, জেলা বিএনপি’র সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকরামুল হক প্রমুখ।


বিবার্তা/রায়হান/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com