ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর, সোমবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উছেন মে'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল কাইয়ুম প্রমূখ।
বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (স.) এই পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। তিনার জীবন আদর্শ ধারণ করে আমাদের জীবন পরিচালিত করতে পারলে, তবেই ইহকাল ও পরকাল হবে শান্তি ও সুখের। পবিত্র ঈদে মিলাদুন্নবী সেই দিন, যে দিনে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেছিলেন। এবং এই দিনেই তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতের মেহমান হয়েছেন।
বক্তারা এই দিন থেকে সকলকে শিক্ষা নেওয়ার তাগিদ দেন।
সেসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তা-কর্মচারি সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]