
নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর, শনিবার সকালে নড়াইল সদর হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নড়াইল নার্সিং কলেজে সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সরা এ কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ আফরোজা পারভিন, ইন্সট্রাক্টর শামীমা আক্তার, নড়াইল সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মজিদা খাতুন, বিউটি পারভীন, শাহীনুর খাতুন, হেনা পারভীন, সুমি আক্তার, সুপ্রিয়া মন্ডল, শিখা বিশ্বাস, ইলা রানী মজুমদার প্রমুখ।
এসময় বক্তারা জরুরি ভিত্তিতে নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার দাবি জানান।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]