লোহাগড়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০
লোহাগড়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখ (৩৫) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে নড়াইল পুলিশ।


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামের মৃত আলিম শেখের ছেলে মিন্টু শেখ(৫০), পিন্টু শেখ (৪০) ও শরিফুল শেখ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।


নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী শনিবার(১৪সেপ্টেম্বর) সকালে বলেন, ঢাকা ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তিনজন কে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্ত স্বার্থে হত্যাকান্ডে ঘটনায় এখনই কিছু বলা যাচ্ছে না।


উল্লেখ্য, বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে খাঁন মাহামুদের লোকজন একই গ্রামের এস এম ফেরদৌস রহমানের দলের সমর্থক আপন দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ কে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাদের আরেক ভাই ইরান শেখসহ মোট ৫ জন আহত হন।


বিবার্তা/শরিফুল/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com