
ব্রাহ্মণবাড়িয়ায় একটি ডাস্টবিনে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের ট্যাংকের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, ট্যাঙ্কের পাড় এলাকায় ডাস্টবিন পরিষ্কারের সময় পরিচ্ছন্নতা কর্মীরা কাপড়ে মুড়ানো নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ট্যাংকের পাড়ের আশপাশে বেশকিছু বেসরকারি হাসপাতাল রয়েছে। কেউ হয়তো রাতে অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহ ফেলে গেছে।
বিবার্তা/আকঞ্জি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]