সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার আটক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২
সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার আটক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার শহরের আরাপপুর জামতলা এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


উল্লেখ, গত ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি ছিলেন সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com