
সাভারে চাঁদা না পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থী ও তার বাবাকে মারধর করার অভিযোগে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রহমান খানঁসহ ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (২২)।
গত ৯ সেপ্টেম্বর রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি আতিকুর রহমান।
মামলার এজাহার থেকে জানা যায়, তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারি বালুরমাঠ এলাকার রফিক আহাম্মেদ নামের এক ব্যক্তি সম্প্রতি নিজের বসত বাড়ি বিক্রি করার উদ্যোগ নেন। পরে ক্রেতারা তার বাড়ি পঞ্চাশ লক্ষ টাকা দাম করেন। কিন্তু বিবাদীগণ বাদির কাছে জমির কাগজ পত্র চায় ও তাদের কাছে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি করার জন্য চাপ দেয়। এতে তিনি পঁচিশ লক্ষ টাকায় জমি বিক্রি না করায় তার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন তারা। এসময় তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বিবাদীগণ ৮ সেপ্টেম্বর রাত নয়টার দিকে তাকে ও তার ছেলে নোয়াম আহমেদ রোজকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মারধর করেন। মারধরের ভিডিও ফুজেট তাদের সংগ্রহে রয়েছে। পরে তাদের উদ্ধার করে চিকিসৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি ৯ সেপ্টেম্বর রাতে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রহমান খাঁন,ফারুক খানঁ,শামিম খাঁন,আমির হোসেন,নাঈম ইসলাম,ইমরান খাঁন,ফয়সাল যান,শাজাহান মিয়া,রাজা মিয়া,শাহিন মিয়া,সাত্তার যান,সামিনুল,রিপন মিয়া। আসামীদের বাড়ি ভরারি ও তরফ রাজাঘাট।
বাদী রফিক আহাম্মেদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ছেলে নোয়াম আহম্মেদ রোজ গুলিবিদ্ধ হন। পরে তাকে চিকিৎসা দেওয়ার পরে তিনি সুস্থ হন। এমন অবস্থায় তিনি ছেলেকে উন্নত চিকিৎসা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে বাড়িটি বিক্রি করার উদ্যোগ নেন। এদিকে এই চক্রটির বিরুদ্ধে গত কয়েকদিন আগে ভরারি বালুর মাঠ এলাকায় আসলাম নামের এক ব্যক্তির কাছে চাঁদা না পেয়ে গ্যাসের রাইজার খুলে নেওয়ার অভিযোগ উঠে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান,আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিবার্তা/বাশার/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]