
মোংলা পোর্ট পৌরসভার সদ্য অপসারিত সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার হাই ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিমসহ যুবলীগ ও ছাত্রলীগের ৮৭জন নেতা-কর্মীর বিরুদ্ধে বাগেরহাট আদালতে পৃথক তিনটি মামলার আবেদন করা হয়েছে।
বাগেরহাটের জেলা দ্রুত বিচার আদালতে গত ৯সেপ্টেম্বর মোংলার স্থানীয় বিএনপির নেতা কামাল হাওলাদার, বাবু মোল্লা ও ফাতেমা বেগম এই তিন মামলার আবেদন করেন। মামলা তিনটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছেন বলে জানা গেছে।
মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মামুন শেখ, সহ-সভাপতি নুর আলম জিকু, যুবলীগ নেতা মাখন মিজান, সেলিম শেখ, লিটন ফরাজি, মো. শাহাদাৎ, মো. ওয়াসিম, মইনুল হাসান মিন্টু, শহিদুল মোল্লা, আব্দুল জব্বার শিকদার, পৌর ছাত্র লীগের সভাপতি কাজি মোয়াজ্জেম হোসেন রানা, সাধারণ সম্পাদক শাহরুখ বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর, সাবেক পৌর মেয়র শেখ আব্দুর রহমানের জামাতা গোলাম কিবরিয়া ও অপর জামাতা মোড়েলগঞ্জ উপজেলার সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. মাহমুদ হাওলাদারসহ ৮৭জনের বিরুদ্ধে এই মামলার আবেদন করেন বাদীপক্ষ।
মামলার আবেদনে বাদীরা উল্লেখ করেন, আসামিরা দোর্দণ্ড প্রভাবশালী, চাঁদাবাজ ও চিহ্নিত সন্ত্রাসী। তারা গত ২০২১ সালের ১৫ জানুয়ারি রাত ১০টায় মাদ্রাসা রোড ও আরাজী মাকোরঢোন সাইক্লোন শেল্টারের সামনে রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে রামদা ও লাঠিসোঁটা নিয়ে বাদীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক জখম করেন।
আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মামলা করতে পারেননি বলে ভুক্তভোগী মামলার বাদী কামাল হাওলাদার, ফাতেমা বেগম ও বাবু মোল্লা জানান। এদিকে আসামিরা পলাতক ও ফোন বন্ধ থাকায় চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিবার্তা/জাহিদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]