
গোপালগঞ্জে শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের নিয়ে পর্যালোচনা সভা করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের একটি হোটেলে ব্যাংকের গোপালগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয় এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগী নিরীক্ষা কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস ও গোপালগঞ্জ আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা প্রশান্ত কুমার দাস।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের গোপালগঞ্জ মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এ.কে.এম. মনিরুজ্জামান ।
এতে ২৩ জন শাখা ব্যবস্থাপক ও ৩৪ জন মাঠকর্মী অংশ নেন। পরে গত অর্থবছরে ভালো ফলাফলের জন্য ৩ জন মাঠকর্মী ও ৩ জন শাখা ব্যবস্থাপককে পুরস্কার দেয়া হয়।
বিবার্তা/শান্ত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]