রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।


১০ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইনসের ড্রিলশেডে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণসভা। এ সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মো. আলমগীর রহমান এবং সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।


এ সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মো. রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার ( ডিএসবি) রেজাউল কবীর খান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সরদার মো. মজনু-সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।


এ সভায় পুলিশ সদস্যবৃন্দের বক্তব্য সম্মানিত ডিআইজি মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের দাবী পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে জানান।


বিবার্তা/মোস্তাফিজুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com