রাজধানী ধানমন্ডি ও সায়েন্স ল্যাবরেটরির মোরে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ১৭ শিক্ষার্থী আহত হয়েছে।
১০ সেপ্টেম্বর, মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতরা নিজেরাই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ৩ থেকে ৫ টা পর্যন্ত সময়ের মধ্যে আসেন।
আহতরা হলেন, ঢাকা কলেজের মশিউর রহমান (১৭), আব্দুল্লাহ (২২), তৌহিদুর রহমান তানভীর (১৭), বাদল (১৭), সামির (১৫), তাহমিদ সালেহ (২১), আব্দুল্লাহ (১৮), আরিফ (১৯), শামীম (১৭), বখতিয়ার (১৮), মো. শামীম (১৭), নিশাত (১৬), হুজাইফা (২৩), মো. ইয়াসিন (১৮), আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব (১৮), মুসা (২৫) আব্দুল্লাহ (১৯) তাদেরকে জরুরি বিভাগীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, আজ ঢাকা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ছিল। নবীন বরণ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বের হলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের ঢাকা কলেজের ভিতরে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়, পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।
আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে এসে ভাঙচুর করে ও আমাদের আইডিয়াল কলেজের বিলবোর্ড খুলে নিয়ে যায়। পরে তাদের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ঢাকা কলেজে ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আবার অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]