চিকিৎসাধীন অবস্থায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বাবলুর মৃত্যু
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৫
চিকিৎসাধীন অবস্থায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বাবলুর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে আহত বাবলু মৃধা (৪৭) নামে এক ব্যক্তি সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় সামরিক হাসপাতাল (সি এম এইচ) মারা যান।


পরে ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, বাবলু মৃধা গুলিবিদ্ধ হয়ে ক‍্যান্টনমেন্ট (সিএমএইচ) ভর্তি ছিলেন, পরে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান তিনি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিহত বাবলু মৃধার ছোট ভাই রুবেল মৃধা জানান, গত ১৯ জুলাই আমার বড় ভাই দনিয়া কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বের করে শনিরআখড়া মেইন রোডে যাওয়ার পর সেখানে তিনি গুলিতে আহত হন। পরে আমরা খবর পেয়ে ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে কয়েকদিন পর ২২ আগস্ট উন্নত চিকিৎসার জন্য (সিএমএইচ) রেফার্ড করা হয় আমার ভাইকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যান তিনি।


তিনি আরো বলেন, আমার বড় ভাই ফেরি করে কাপড় বিক্রি করতেন, পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। তার বড় ছেলে বর্ণমালা স্কুলে লেখাপড়া করে। এখন আমার বড় ভাইয়ের পরিবারের কী হবে আল্লাহ পাক বলতে পারেন। ময়না তদন্ত শেষে আজ বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালী দশমিনা থানা এলাকায় নিয়ে যাওয়া হবে। বর্তমানে যাত্রাবাড়ী দনিয়া এলাকায় রফিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।


বিবার্তা/বুলবুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com