রায়পুরায় অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন, জরিমানা ১০ লাখ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ২২:৫৬
রায়পুরায় অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন, জরিমানা ১০ লাখ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে রায়পুরার কাৎলারচর মৌজায় অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এসময় দুটি অবৈধ চুম্বক ড্রেজার জব্দ করাসহ বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করা হয়।


আটককৃতদের মধ্যে একজনকে ৪ লাখ এবং অপর তিনজনকে দুই লাখ করে ৬ লাখসহ মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে প্রত্যেককে ভোগ করতে হবে ৩ মাসের কারাদণ্ড।


৩১ আগস্ট, শনিবার বিকালে উপজেলার মেঘনা নদীর আব্দুল্লাহচর থেকে তাদের আটক করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মেঘনা নদীতে বালু মহলের নির্ধারিত স্থান থেকে বাইরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করা হয়। পরে ড্রেজারগুলোতে তল্লাশি চালিয়ে ড্রেজার জব্দ করাসহ ড্রেজারে থাকা ৪ জনকে আটক করা হয়।


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে বন্ধ ঘোষণা করা হয় কাৎলারচর মৌজার বালু মহালটি।


স্থানীয়রা জানান, ইজারা নেয়ার পর থেকেই প্রতিদিনই অবৈধ চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন চলছিল ইজারাদার মেসার্স আশরাফ হোসেন সরকার ট্রেডার্স। পরে দুটি ড্রেজারসহ চারজনকে আটক করে প্রশাসন। এছাড়া কাটিং ড্রেজার নিয়ে আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।


বিবার্তা/কামাল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com