
রাজধানীর কদমতলীর মিনাবাগ ১ নং গলির রাস্তায় মো. মাহবুব (২৫)বয়সী এক যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
৩০ আগস্ট, শুক্রবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য আজ (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আজহার হোসেন জানান, আমার খবর পেয়ে কদমতলী মিনা বাগ ১ নং গলির পাকা রাস্তার উপরে গলা কাটা ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা তা খতিয়ে দেখছি। ময়নাতদন্ত শেষে প্রতিবেদনের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, নিহতের বাড়ি, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা জেলা কান্দি গ্রাম, তার পিতা মোহাম্মদ হাসেন আলী। বর্তমানে শনির আখড়া কাজীরগাঁও আবু তাহেরের ভাড়া বাসায় থাকতো সে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]