গোপালগঞ্জে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গণধোলাই
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ২৩:০৮
গোপালগঞ্জে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গণধোলাই
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে সন্দেহমূলক স্প্রে-পার্টি দলের দুই সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।


২৯ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।


আটককৃতরা হলেন, যশোরের বাঘারপাড়া থানার তুরজাউন হোসেন (৩০) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার মোহাম্মদ রানা(২৯)।


দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিব আহম্মেদ জানিয়েছেন, গত ১ বছর আগে এই দুই ব্যক্তি নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া আজিজিয়া শামসুল উলুম মাদ্রাসার নির্মাণ কাজের কথা বলে উজ্জল ও খায়েরের নাকে স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে ২৫ হাজার টাকা লুটে নেয় বলে অভিযোগ তোলে। আজও তারা ওই এলাকায় এসে মানুষের সাথে কুশল বিনিময় করে এবং তাদের হাতে বিভিন্ন ধরনের আতর লাগিয়ে দেয়।


বিষয়টি সন্দেহের সৃষ্টি হলে স্থানীয়রা অজ্ঞান পার্টির সদস্য মনে করে তাদের ধরে মারপিট করে। পরে পুলিশে খবর দিলে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।


এসময় তাদের কাছ থেকে টাকা তোলার রশিদ বই, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।


গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. আনিচুর রহমান আটকের বিষয়টি স্বীকার করে বলেন, যেহেতু জনগণ অজ্ঞানপার্টির সদস্য সন্দেহে তাদের আটক করে পুলিশে দিয়েছে, তাই তাদের সন্দেহজনক হিসেবে আগামীকাল শুক্রবার আদালতে হাজির করা হবে।


বিবার্তা/শান্ত/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com