
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসায় কান্তারা বেগম ওরফে বানু নামে বৃদ্ধা মাকে (৭০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৯ আগস্ট, বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে বুধবার (২৮ আগস্ট) দুপুরের দিকে যাত্রাবাড়ীর কুতুবখালীতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ওই নারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান বলেন, মৃত বানু ছেলে মামুনের সঙ্গে কুতুবখালীতে থাকতেন। ছেলের সঙ্গে থাকলেও ভিক্ষাবৃত্তি করতেন। বুধবার দুপুরে ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় মায়ের। একপর্যায়ে তাকে ছেলে ও তার স্ত্রী মিলে শ্বাসরোধ করে হত্যা করে। প্রতিবেশীরা ছেলে মামুন ও তার স্ত্রীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
এসআই আরও বলেন, বৃদ্ধা বানুকে হত্যার ঘটনায় ভাগনে কামাল হোসেন থানায় মামলা করেন। সেই মামলায় মামুন (৩০) ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানো হয়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]