রাজবাড়ীতে ইস্ট ওয়েস্ট মিডিয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১৩:৫৫
রাজবাড়ীতে ইস্ট ওয়েস্ট মিডিয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই' এই স্লোগানকে সামনে রেখে দেশের শীর্ষ স্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


২৮ আগস্ট, বুধবার সকাল ১১ টায় রাজবাড়ীর সকল গণমাধ্যম কর্মীদের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ১ নং রেলগেট এলাকার শহীদ স্মৃতি ফলকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ সমাবেশ রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলা নিউজের প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, যুগ্ম সম্পাদক কালেরকন্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান, নিউজ-২৪ এর প্রতিনিধি মিঠুন গোস্বামী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ মামুন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়স্ট মিডিয়া লিমিটেড, নিউজ ২৪, কালের কণ্ঠ, বাংলাদশ প্রতিদিন কার্যালয়সহ বিভিন গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের উপর যে হামলা ও ভাঙ্গচুর করা হয়েছে আমরা এর তীব্র নিদা জানায়। সেই সাথে গণমাধ্যমকর্মীদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।


এসময় একাত্তর টিভি জেলা প্রতিনিধি মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি শামীম রেজা, তৃতীয় মাত্রার প্রতিনিধি রনজু আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও মাতৃকন্ঠের চিফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, রিপোর্টার্স ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক ও মাতৃকন্ঠের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের রাজবাড়ী প্রতিনিধি মাহফুজুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সদস্য ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি মঈনুল হক মৃধা, মাতৃকন্ঠের প্রতিনিধি সুজন বিষ্ণু, সাংবাদিক শিনান আহমেদ শুভসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মিঠুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com